বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা

ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিপ্রতিভা সিং পাটিল(2007-2012)
ভারতের প্রথম মহিলা প্রধান মন্ত্রীশ্রীমতি ইন্দিরা গান্ধী(1966 খ্রি জাতীয় কংগ্রেস)
ভারতের প্রথম মহিলা লোকসভা অধ্যক্ষামীরা কুমারী(2009)
ভারতের প্রথম মহিলা বিধানসভার অধ্যক্ষাসান্নো দেবী (হরিয়ানা বিধানসভা)।
ভারতের প্রথম মহিলা রাজ্যপালসরোজিনী নাইডু, স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের আগ্রা -এর রাজ্যপাল ছিলেন। 15 আগস্ট 1947 থেকে 2 মাৰ্চ 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত।
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীসুচেতা কৃপালিনী(উত্তরপ্রদেশ/ 1963-1967)
ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী অমৃতা কাউর
ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রীনির্মলা সীতারামন (2017খ্রি., বিজেপি)
স্বাধীন ভারতের প্রথম মহিলা মুসলিম মুখ্যমন্ত্রীসৈয়দ আনোয়ারা তৈমুর জুন 1981 পর্যন্ত
ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীমমতা ব্যানার্জি (2009-2011 খ্রি. তৃণমূল কংগ্রেস)
ভারতের প্রথম মহিলা দলিত মুখ্যমন্ত্রীকুমারী মায়াবতী (উত্তরপ্রদেশ, 1995 খ্রি. বহুজন সমাজ পার্টি)
ভারতের প্রথম মহিলা মুখ্যনির্বাচন কমিশনাররমা দেবী(26.11.90-12.12.90 )
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে সর্বপ্রথম পরাজিত হনইন্দিরা গান্ধি (1977 খ্রি. জাতীয় কংগ্রেস)
রাজ্যসভায় মনোনীত ভারতের প্রথম মহিলা সদস্যাঅভিনেত্রী নার্গিস দত্ত (1980 খ্র.)
আততায়ীর আক্রমণে নিহত ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (1984 খ্রি. জাতীয় কংগ্রেস)